বিবিসি’র খবরে বলা হয়, ‘ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিচার্স অন ক্যান্সার’ এর গবেষকরা দিনে তিনবারের বেশি মাউথওয়াশ ব্যবহারকেও ক্যান্সার ঝুঁকি বাড়ার কারণ হিসেবে চিহ্নত করেছেন। এছাড়া, ধূমপান, অতিরিক্ত মদ্যপান ও নিম্নমানের অর্থ-সামাজিক অবস্থাকে মুখ ও চিবুকের ক্যান্সারের জন্য দায়ী করা হচ্ছে। ইউরোপের অন্তত নয়টি দেশের ১৯৬২ জনেরও বেশি ক্যান্সার রোগীর ওপর গবেষণা চালিয়ে নতুন এ সিদ্ধান্ত দাঁড় করান বিজ্ঞানীরা। গবেষণাটি পরিচালনা করেছে জার্মানির ‘লিবনিজ ইনস্টিটিউট অব প্রিভেনশন রিচার্স অ্যান্ড এপিডেমিওলোজি’ (বিআইপিএস)। গ্লাসগো ইউনিভার্সিটি অব ডেন্টাল স্কুলও গবেষণাকাজে সহযোগিতা করে। বিআইপিএস এর পরিচালক অধ্যাপক উলফগ্যাং অ্যারেনস বলেন, গবেষণার ফল ‘সত্যিই গুরুত্বপূর্ণ।’