গহীন রাতের বাদল ধারা
মনের সঘন আঁধারে
রিমিঝিমি ঝরে চোখের পরে
আকুল নীরব পাথারে।
দূর থেকে দূরে বনপ্রান্তরে
চাঁপার মৃদু সুবাসে,
তাহার চুলের মদির সুরভী
বাতাসে আসে ভেসে।
ছলছল চোখে পথ চেয়ে থাকি
এইবার বুঝি এলো সে,
ফুরায় প্রহর ঘুমনিশি ভোর
জেগে জেগে হলো সারা যে।
আসে না তবু ফিরে সে কভু
বিফলে বেলা যে বয়ে যায়,
তবু জ্বেলে রাখি আশার প্রদীপ
যদি আসে ফিরে এই অবেলায়।।