বিনোদন ডেস্ক: ঘটনাটি স্পেনের। প্রেমিকের সাথে যৌন মিলন চলছিল এডেলিয়া অ্যাপন্টের। কিন্তু যে কুয়োর ওপর দাঁড়িয়ে এই প্রেমিক-প্রেমিকা সঙ্গম করছিলেন তার ঢাকনাটা ছিল অরক্ষিত। সেটি যে আস্তে আস্তে সরে যাচ্ছিল সে হুশ ছিল না কারো। ফলে নিচে থাকা প্রেমিকা সোজা পড়ে গেলেন কুয়োয়।
আর এরই সাথে অভিসারের সুখ লজ্জায় রূপ নিলো ক্লাইমেক্স মূহূর্তে। এই সুযোগে ব্যাক্তিত্বহীন প্রেমিক লোকলজ্জার ভয়ে প্রেমিকাকে রেখেই পালিয়ে যান। তবে সাঁতার জানা থাকায় বেঁচে যান এডেলিয়া।
তার আর্তচিৎকারে ছুটে আসেন এলাকার লোকজন। প্রায় অর্ধনগ্ন অবস্থায় তুলে আনা হয় তাকে। চোটও লাগেনি তেমন। অন্যদিকে তার দায়িত্বজ্ঞানহীন প্রেমিককে খুঁজছে পুলিশ। শারীরিক সম্পর্কের অপরাধের জন্য না। তার দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য।