হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫। সোমবার রাত ১০টার দিকে হিলি কবর স্থান (বাস স্টান্ড) এলাকা থেকে তাকে আটক করে।
আটক যুবক উপজেলার ইসমাইলপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে আবু তালেব(৩০)। র্যাব সুত্রে জানা যায়, আটককৃত যুবক নিজ শ্যালোমেশিন ও মটর সাইকেলের যন্ত্রাশের দোকানেই কাজ কর ছিলেন। এমন সময় র্যাব এসে তার ব্যবহিত দোকানের পাশে রাখা মটর সাইকেলটি সার্চ করেন। আর তখনি বেরিয়ে আসে সিটের ফাকে ছোট ভ্যানেটি ব্যাগে রাখা ৮০পিচ ইয়াবা। মটর সাইকেলসহ তালেবকে রাতেই জয়পুরহাট র্যাব ক্যাম্পে নিয়ে যায়। গ্রামবাসি ও তার পাশের দোকানদারের মাধ্যমে জানা যায়, আটক যুবক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত আর সে এমন অবৈধ কাজ করতে পারে না। তার পারিবারিক কন্দলের কারনেই তাকে কেউ ফাসাতে পারে।