হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় ৮০ বোতল ফেন্সিডিলসহ একটি ডিসকোভার-১৩৫সিসি নাম্বার বিহীন মোটর সাইকেল আটক করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাসুদেবপুর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এগুলো আটক করে। আটককৃত মোটর সাইকেল সহ চোরাচালানী মালগুলোর আনুমানিক মুল্য প্রায় ২লক্ষ ৩১ হাজার টাকা। এব্যপারে কাউকে আটক করতে পারেনি।
বিজিবি’র হিলি বাসুদেবপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবেদার আব্দুল জোব্বার জানান, আজ মঙ্গলবার সক দিকে এক মোটর সাইকেল চালক চেংগ্রাম এলাকায় এলে পূর্বে থেকেই টহল দলের বিজিবি সদস্য দেখা মাত্র বাইক রেখে চালক দৌড়ে পালিয়ে যায়।পরিতক্ত মোটর সাইকেলটি ক্যাম্পে নিয়ে আসে এবং সাংবাদিকের উপস্থিতে বাইকের বক্স্রে রাখা অভিনব কায়দায় ফেন্সিডিল গুলো বাহির করে।বাসুদেবপুর ক্যাম্পের টহল দলের কমান্ডার নায়েক আব্দুল হান্নান উক্ত মোটর সাইকেল সহ ফেন্সিডিল গুলো আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে সেগুলো হিলি শুল্ক গুদামে জমা দেয়।