ঢাকা: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ঢাকা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য বোর্ডের পরীক্ষা চলবে।বৃহস্পতিবার সকাল ১০টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম জানান, অনিবার্য কারণবশত এই পরীক্ষা স্থগিত করা হয়েছে।
পরীক্ষা স্থগিতের কারণ হিসেবে চেয়ারম্যান বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমন অভিযোগ উঠেছে। তাই পরীক্ষা স্থগিত করেছি।’