নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নাগেশ্বরীতে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধা নিহত। মঙ্গলবার রাতে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের জুলেখা ফিলিং স্টেশন সংলগ্ন বেড়াকাটা নামক স্থানে রাস্তা পারাপারের সময় জামিলা বেগম (৫৮) বাস চাপায় পড়ে গুরুত্বর আহত হয়। পরে তাকে গুরুত্বর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান। নিহত জামিলা বেগম উপজেলার সোনাইর খামার গ্রামের মৃত রহমতুল্যার স্ত্রী বলে জানা গেছে।