নীলফামারী প্রতিনিধি: জমি নিয়ে বিরোধের জের ধরে নীলফামারী সরকারী কলেজের এক সহযোগী অধ্যাপক ও তার স্ত্রীকে বেধড়ক মারপিট করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী জানায়, জেলার সদর উপজেলার সংগলশী ইউনিয়নের দীঘলডাঙ্গী গ্রামের বাসিন্দা ও নীলফামারী সরকারী কলেজের সহযোগী অধ্যাপক চন্দন কুমার রায়ের বসতভিটার জমি নিয়ে একই এলাকার মিলন চন্দ্র রায়ের দীঘদিন ধরে দ্বন্ধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। এ ঘটনার জের ধরে আজ বুধবার দুপুরে মিলন দলবল নিয়ে ওই শিক্ষকের বাড়ীতে হামলা চালায়। তারা বাড়ীর সীমানা প্রাচীর ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মূল্যবান গাছ কেটে বাড়ীর ভিতর দিয়ে রাস্তা তৈরী করতে থাকেন। এসময় ওই শিক্ষক ও তার স্ত্রী বাধা দিলে তাদের লাঠি দিয়ে বেধম পিটাতে থাকেন মিলন ও তার লোকজন। এক পর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। চন্দন জানায়, মিলন লোকজন নিয়ে অতর্কিত ভাবে হামলা চালিয়ে বাড়ীর সীমানা প্রাচীর ও পুজা অর্চনা করার বেদী ভেঙ্গে ফেলে। এছাড়া মূল্যবান গাছপালা কেটে বাড়ীর ভিতর দিয়ে তারা রাস্তা তৈরী করেন। এ ব্যাপারে চন্দন বাদী হয়ে ৫ জনকে আসামী করে সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন।