হিলি প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার ইসমাইলপুর এলাকা থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় বিপুল পরিমাণ ওষুধসহ পটকা জব্দ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি, স্থানিয় বাসুদেবপুর ক্যাম্পের সদস্যরা আজ বুধবার সকাল ৯টায় অভিযান চালিয়ে এগুলি জব্দ করে। যার মূল্য এক কোটি ৭৫ লাখ ৫৩ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।
এবিষয়ে বাসুদেবপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল জব্বার আলী জানান, আমদানী নিষিদ্ধ ভারতীয় বিপুল পরিমাণে ওষুধ সীমান্ত দিয়ে অন্যত্র পাচার হয়ে যাচ্ছে-এমন সংবাদ পেয়ে তাঁর নেতৃত্বে বিজিবি সদস্যরা ইসমাইলপুর গ্রামে ওঁতপেতে থাকে। এসময় সংঘবদ্ধ একটি চোরাকারবারি দল ইসমাইলপুর গ্রামের কাছে আসলে তাঁরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ওষুধের বস্তাগুলি ফেলে পালিয়ে যায়।
তিনি আরও জানান, জব্দকৃত এসব ওষুধের মধ্যে রয়েছে, সিটিরিজম ৩ লাখ পিস, নিমুসলিড ১ লাখ ৬০ হাজার পিস, ডক্সিণ ২ লাখ ৮৮ হাজার পিস, টার্গেট ৪০৮০ পিস, জেমিসল ৯৮০০ পিস, ড্রাকোফেন ইনজেকশন ১০ পিস, এবং ৫ হাজার পিস পটকা। পরে জব্দকৃত ওষুধ ও পটকা সিজার লিষ্টের মাধ্যমে হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়।