ঢাকা: বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরণ (৫৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকাল সাড়ে ৮টায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত ২২ মার্চ হার্ট অ্যাটাক হয়ে মাটিতে পড়ে মাথায় গুরুতর আঘাত পান শওকত হোসেন হিরন। তাৎক্ষণিক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২৪ মার্চ তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সপ্তাহ খানেক চিকিৎসার পর ৩ এপ্রিল তিনি দেশে ফেরেন। এর পর থেকে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হিরন। সাংসদ শওকত হোসেন হিরনের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।