দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় পাইপগান উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার ভোররাতে উপজেলার ধাওয়া মনসাপুর গ্রামের পুকুর থেকে হাকিমপুর থানা পুলিশ পাইপগানটি উদ্ধার করে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আহসান হাবিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরের দিকে উপজেলার মনসাপুর গ্রামে ফটিকের পুকুরের কাঁদার নিচ থেকে ওই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাইপগানটি হাকিমপুর থানার মাল খানায় জমা রাখা হয়েছে।