শুক্রবার বিকেলে শাহবাগে সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
কর্মসূচির মধ্যে রয়েছে- ১৮ এপ্রিল সারাদেশে বিক্ষোভ মিছিল, ১৪ এপ্রিল সকাল ৯টায় যুদ্ধাপরাধী কাদের মোল্লার নেতৃত্বে মিরপুরের আলকদী গ্রামে নির্যাতিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, বিকেল ৩টায় ‘নববর্ষের অঙ্গীকার নিপাত যাক রাজাকার’ শিরোনামে শাহবাগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় আলোক প্রজ্জ্বলন।
সংবাদ সম্মেলনে গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর হামলাকারীদের বিচার দাবি করেছেন ডা. ইমরান এইচ সরকার।
তিনি বলেন, “গণজাগরণ মঞ্চ সর্বোচ্চ ত্যাগ ও ধৈর্যের সঙ্গে আন্দোলন চালিয়ে যাবে।”