ঠাকুরগাঁও: আগামী ১৬ এপ্রিল ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এর আগে গত ৩১ মার্চ এ উপজেলায় নির্বাচনের নির্ধারিত দিন ছিল।
বৃহস্পতিবার রাত আটটায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম আজম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ভাইস চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন হাইকোর্টে রিট দাখিল করলে নির্বাচনে পরিবর্তিত ও সংযোজিত ২৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণে নিষেধাজ্ঞা জারি করে।’
নির্বাচনে জটিলতার কারণে কমিশন ৩০ মার্চ ভোটগ্রহণ স্থগিত করে এবং সংসদ নির্বাচনের ১৬২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের আদেশ দেয়।
এ বিষয়ে সুপ্রিমকোর্টে নির্বাচন কমিশন রিট করলে হাইকোর্ট ডিভিশনের মামলা খারিজ করে দেয়। এ কারণে নতুন সংযোজিত ও পরিবর্তিত ২৮টি কেন্দ্রে ভোটগ্রহণে আর কোনো বাধা না থাকায় নির্বাচন কমিশন ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেন।