নীলফামারী প্রতিনিধি: দলীয় কার্যালয় দখল নেয়াকে কেন্দ্র করে নীলফামারীর ডিমলা উপজেলায় বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার এ সংঘর্ষে কেউ হতাহত না হলেও এসময় গোটা উপজেলায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সূত্রমতে,উপজেলা বিএনপি’র সভাপতি রইছুল আলম চৌধুরীর পদত্যাগের দাবীতে গত ১৭ মার্চ দলের একটি পক্ষ দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। সেই থেকে দলীয় কার্যালয়টি বন্ধ রয়েছে। এদিকে বৃহস্পতিবার রাতে সভাপতি রইছুল আলম চৌধুরীর সমর্থকরা অফিসের তালা ভেঙ্গে অফিস দখলের চেষ্টা করলে অপর গ্রুপটি বাধা দিলে এ সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।