প্রযুক্তি ডেস্ক: পানির পর এবার আলোর সন্ধান মিলল মঙ্গলে। এই নিয়ে মহাবিশ্বের একটি রহস্য উৎসারিত হয়েছে। ‘রেড প্ল্যানেট’ এর পৃষ্ঠ থেকে বাহ্যিক একটি হালকা আলোকবিম্ব ক্যামেরাবন্দী করেছে নাসা। সপ্তাহখানেক নাসার দুই মহাকাশ যান মঙ্গলে পাঠানো হয়। সেখানেই উঠে আসে মঙ্গলের আলোকবিম্ব নাসা নিজেই এটা সম্পর্কে কিছু বলেন নি , ছবি থেকেই মিলেছে তত্ত্ব একটি ওয়েবসাইটে বিস্তারিত বলা হয়েছে। বলা হয়েছে, মঙ্গলে পাওয়া যাচ্ছে জীবনের সন্ধান। যেখানে ওই আলোকবিম্বটি পাওয়া গিয়েছে সেটি পরীক্ষা করা হবে মাটি থেকে ঊর্ধ্বে হালকা একটি আলোকবিম্ব পাওয়া গিয়েছে।
এখানে আরও বলা হয়েছে যে, এই আলো থেকে পাওয়া যাবে নির্দেশিকা। আলোকবিম্বটি মঙ্গলের এককোনে যখন ওঠার দৃশ্য অনেকটা পৃথিবীতে সূর্যদ্বয়ের মত সেই দৃশ্যও ক্যামেরাবন্দি করেছে নাসা মঙ্গলের মাটির নিচ থেকে যে মিলতে চলেছে জীবের সন্ধান তা প্রমাণ করতে ওই মাটির নমুনা পাঠানো হয়েছে ক্যালিফোর্নিয়ার একটি গবেষণাকেন্দ্রে। – ওয়েবসাইট।