ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে পূর্ব তেজতুরীবাজারের একটি হার্ডওয়্যারের দোকানে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে আগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরো ২জন মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে তারা মারা যায়।
মৃতরা হলেন- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান ‘মাহমুদ এন্টারপ্রাইজে’র কর্মচারী ইবরাহীম খলিল (৩৬) ও ব্যবস্থাপক সফিউল আজম (৪৫)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ফজলুল হক জানান, হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার দুপুর ১টার দিকে মারা যান ইবরাহীম। এরপর ১টা ২৫ মিনিটের দিকে মারা যান সফিউল।
তিনি জানান, ইবরাহীমের শরীরের ৯১ শতাংশ এবং সফিউলের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে দগ্ধ ১১ জনের মধ্যে তিনজন মারা গেলেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মারা যান আব্দুল লতিফ (৭০)।
বৃহস্পতিবার দুপুরে পূর্ব তেজতুরিবাজার এলাকার ‘মাহমুদ এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানে হঠাৎ বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই রাসায়নিক দোকানের আগুনের গোলা জনাকীর্ণ গলিতে ছিটকে পড়ে। মুহূর্তে পথচারী, শিশু, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ ১১ জন দগ্ধ হন।
পুলিশ জানিয়েছে, নিহতরা ছাড়া দগ্ধ দোকানটির মালিক মাহমুদুল হাসান (৩৮), কর্মচারী ১২ বছর বয়সী শিশু মোতালেব, পথচারী ভ্যানচালক জহিরুল ইসলাম (৬০), মাকসুদুর রহমান (২৬), পাশেই একটি ভবনের নিরাপত্তাকর্মী জাকির হোসেন (২৫) এবং খাবার হোটেলের কর্মী উজ্জ্বল (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।