ঢাকা : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, বিভক্তির বিভ্রান্তি দূর করতেই নতুন মহাসচিব নিয়োগ দিয়েছি। এরশাদ ও রওশনের মধ্যে বিভক্তি রয়েছে জনগণ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে সৃষ্ট এমন বিভ্রান্তি দূর করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলেও দাবি করেছেন এরশাদ। শুক্রবার সকাল ১১টা ১৫ মিনিটে এরশাদের বারিধারার বাসবাসভন পেসিডেন্ট পার্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।