সিসি নিউজ: বিএনপি তার মাঠ পর্যায়ের সংগঠনগুলোকে শক্তিশালী করার প্রক্রিয়া শুরু করেছে। জেলা ও উপজেলা পর্যায়ে দলীয় কমিটিগুলোকে পুনর্গঠন প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে।
বৃহস্পতিবার রাতে দলের তিনটি সাংগঠনিক জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মতবিনিময় সভায় দুটি জেলার কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে।
শুক্রবার সকালে দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সৈয়দপুর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে অধ্যক্ষ আবদুল গফুর সরকারকে আহ্বায়ক এবং অধ্যক্ষ মো: আমজাদ হোসেন সরকারকে সদস্য করা হয়েছে। এছাড়া মো: বজলার রহমান, কাজী মো: একরামুল হক, এ কে এম এহসানুল হক, মো: আবদুল হাই, মো: জিয়াউল হক জিয়া, কাজী মো: মাসুদ সরওয়ার শহীদ, মো: শামসুল আলম, মো: রফিকুল ইসলাম, মো: সাইদুল হক বাবলু, মো: গজনফর আলী মিন্টু, মো: হায়াত আলী জাফরী, মো: হায়দার আলী, মো: আনিছ আনছারী, মো: জহুরুল হক বাদশা, মো: রেজাউল করিম, মো: আবদুল মতিন সিন্টু, এম এ পারভেজ লিটন, মো: শরিফুল ইসলাম, মো: ইয়াছিন আলী ও মোছা: রওনক জাহান রিনুকে আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।