আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক মন্ত্রী ক্যাথলিন সিবালিয়াস পদত্যাগ করছেন। হোয়াইট হাউজের একজন কর্মকর্তা বৃহস্পতিবার এ কথা জানান। ওবামার বহুল আলোচিত-সমালোচিত স্বাস্থ্য বিষয়ক আইনটির কারণে সৃষ্ট বিশৃঙ্খল অবস্থার পরিপ্রেক্ষিতে তার এই পদত্যাগের সিদ্ধান্ত বলে ধারণা করা হচ্ছে। ২০০৯ সালে ওবামা মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বগ্রহণের সময় থেকেই সিবালিয়াস দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। ওবামা সিলভিয়া বুরওয়েলকে নতুন স্বাস্থ্যমন্ত্রী পদে নিয়োগ দিতে যাচ্ছেন। সিলভিয়া বর্তমানে বাজেট পরিচালক হিসেবে কর্মরত। পদত্যাগের ব্যাপারে সিবালিয়াস নিজেই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।