• বুধবার, ০৮ মে ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

বিএনপির তৃণমূলের পদক্ষেপে সন্তুষ্ট খালেদা জিয়া

1397190584.ঢাকা: ৫ জানুয়ারির নির্বাচনের আগে এবং পরের আন্দোলনে বিএনপির তৃণমূলের পদক্ষেপে সন্তুষ্ট দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে ভবিষ্যত আন্দোলনে স্থানীয় ওইসব সাংগঠনিক জেলাগুলোকে আরো মজবুত ভিতের ওপর দেখতে চান তিনি।

দলের তিন সাংগঠনিক এলাকা পঞ্চগড়, সৈয়দপুর ও নীলফামারীর তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে তার এ মনোভবের কথা জানিয়েছেন তিনি। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত পৌনে ৯টায় এ মতবিনিময় অনুষ্ঠান শুরু হয়ে চলে রাত ১০টা পর্যন্ত।
বৈঠক সূত্র জানিয়েছে, ওই তিন এলাকায় যেসব জায়গায় কমিটি নেই, সেখানে অতি দ্রুত কমিটি করার তাগিদ দেন খালেদা জিয়া। এছাড়া মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো ভেঙে দিয়ে নতুন কমিটি করার ওপর জোর দেন তিনি। যেখানে অন্তর্কোন্দল আছে তা মিটিয়ে ফেলতে বলেন। দলগুছিয়ে আন্দোলনে যাওয়ার কথা পূনর্ব্যক্ত করে মতবিনিময়ে নির্দেশনা দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়।
এদিকে তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা ব্যারেজের আশপাশে সমাবেশ করার বিষয়ে দলের চিন্তা ভাবনার কথা জানিয়ে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপি প্রধান।
মতবিনিময়ে অংশ নেওয়া নীলফামারী জেলা বিএনপির সভাপতি আনিসুল আরেফিন চৌধুরী জানান, চেয়ারপারসন সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন। এছাড়া শিগগিরই তিস্তা অভিমূখে লংমার্চ এবং ওই এলাকায় সমাবেশের সম্ভবনার কথা বলেছেন।
এদিকে মতবিনিময় সভায় পঞ্চগড় জেলা বিএনপির সভাপতি মোজাহার হোসেন তাকে দেওয়া দলের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। অবশ্য চেয়ারপারসন এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
মোজাহার বলেন, ‘আমার শারীরিক অবস্থা ভালো নেই। তাছাড়া নেতাকর্মীদের সঙ্গে এডজাস্ট করতে পারছি না। এজন্য অব্যাহতি চেয়েছি।’
দল গুছানোর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে তৃণমূল নেতাদের ঢাকায় এনে এই মতবিনিময় কর্মসূচি শুরু করেছে বিএনপি। সরকারের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচির আগে দলকে সংগঠিত করতেই এই উদ্যোগ। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
দলের রাজনৈতিক সাংগঠনিক জেলা পঞ্চগড়, সৈয়দপুর, নীলফামারী এবং এর উপজেলা-পৌরসভা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ৭০ জন নেতা এই মতবিনিময়ে অংশ নেন।
মতবিনিময় সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, মোহাম্মদ শাহজাহান, মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু প্রমুূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে পঞ্চগড় জেলা সভাপতি মোজাহার হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হক, সৈয়দপুর জেলা সভাপতি আবদুল গফুর সরকার, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার, নীলফামারী জেলা আহ্বায়ক আনিসুল আরেফিন চৌধুরী, সদস্য সচিব শামসুজ্জামান, উপজেলা চেয়ারম্যানদের মধ্যে রেজাউল করীম শাহিন, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, কামরুননাহার শাহীন, সুলতানা রাজিয়াসহ ৭০ জন নেতা উপস্থিত ছিলেন। সূত্র: রাইজিং বিডি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ