ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় জহুরুল হক ছাত্রদের সঙ্গে নীলক্ষেতের বই ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫জন আহত হয়েছেন।
আহতরা হলেন: জহুরুল হক হলের নূর মোহাম্মদ, সাঈদ, সাব্বির হোসেন, আবু সায়েম, শাহাদৎ হোসেন, ইসমাঈল, স্যার এফ রহমান হলের আলিম, সোহান, আশরাফুল, শিমুল, ও বাবুল আক্তার। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন জহুরুল হক হলের ছাত্রলীগের সেক্রেটারি আল নাহিয়ান খান জয়। তারা হলেন- জহুরুল হক হলের শিক্ষার্থী নূর মোহাম্মদ, সাঈদ, শিমুল, এফ রহমান হলের শিক্ষার্থী আলিম ও ক্যান্টিন ম্যানেজার বাবুল। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নীলক্ষেত মোড়ে এই সংঘর্ষ শুরু হয়ে দফায় দফায় প্রায় ১ ঘণ্টা চলে। সংঘর্ষে জহুরুল হক হল ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় বেশ কয়েকটি দোকান ও গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত শিক্ষার্থীরা। জহুরুল হক হলের শিক্ষার্থী সুমন জানান, শনিবার বিকেল ৫টার দিকে জহুরুল হক হলের শিক্ষার্থী নূর মোহাম্মদ ও তার বন্ধু সাঈদ নীলক্ষেতে বই কিনতে যান। বইয়ের দামাদামির এক পর্যায়ে ছাত্রদের সঙ্গে দোকানীদের কথা কাটাকাটি হয়। সে সময় তারা নূর মোহাম্মদকে আটকে রাখে। পরে সাঈদ হলে ফিরে অন্যান্যদের খবর দিলে হল থেকে ২০/৩০জন গিয়ে তাদের উপর হামলা চালায়। পরে দোকানীরা তাদের পাল্টা ধাওয়া দেয়। প্রায় ১ ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ। পরে পুলিশ এসে কাঁদুনে গ্যাস ও রাবাব বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।