রংপুর: রংপুরের পীরগঞ্জে আঙ্গার ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২০ যাত্রী। শনিবার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী নৈশ কোচ নীলফামারীর ডিমলায় যাচ্ছিল। বাসটি ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ উপজেলার আঙ্গার ব্রীজ এলাকা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ৪ যাত্রী মারা যান। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।
পীরগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের লাশ উদ্ধার করেছে। আহতদের স্থানীয় হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।