নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: প্রবীন সাংবাদিক এবিএম মুসার মৃত্যুতে সাংবাদিক ও রাজনৈতিক অঙ্গনে শোক বইছে। গত শুক্রবার সন্ধা ৭টায় কুড়িগ্রামের নাগেশ্বরী প্রেসক্লাবে এক শোকসভা অনুষ্ঠিত হয়। প্রবীন সাংবাদিক এবিএম মুসার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় প্রেসকাবে উপস্থিত সকল সাংবাদিক ১মিনিট নিরবতা পালন করে বিবৃতি দিয়েছেন, দৈনিক জনতার মজিবর রহমান, নয়াদিগন্তের খলিলুর রহমান, করতোয়ার লিটন চৌধুরী, যুগান্তরের জোবায়ের সিদ্দিকী স্বপন, বর্তমানের এম সাইফুর রহমান, ভোরের কাগজের আখতারুজ্জামান পাভেল, ভোরের ডাকের রফিকুল ইসলাম, ইত্তেফাকের কীর্তিকা সেন বিল্টু, আমাদের সময়ের গোলাম মওলা সিরাজ, চাঁদনী বাজারের মোখলেছুর রহমান, হযরত আলী প্রমুখ।