• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন |

কংগ্রেসের হাতিয়ার বাজপেয়ী মোদির বিরুদ্ধে

Bajpayeআন্তর্জাতিক ডেস্ক: নরেন্দ্র মোদি ঝড়ে কোণঠাসা কংগ্রেস এবার অটল বিহারী বাজপেয়ীর রাজধর্ম মন্তব্যের ফায়দা তুলতে ময়দানে নামল। ২০০৪ লোকসভা ভোটে এনডিএর ব্যর্থতার পিছনে প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ী গুজরাট দাঙ্গাকে নিয়ে যে মন্তব্য করেছিলেন সেটাই প্রকাশ করা হল কংগ্রেসের ওয়েবসাইটে। বাজপেয়ী বলেছিলেন, ২০০২ গুজরাট দাঙ্গার পর অনেকেই মোদিকে সরিয়ে দিতে চেয়েছিলেন। আমারও একমত ছিল। মোদিকে না সরানো হলে তিনি পদত্যাগ করার হুমকি দিয়েছিলেন। দাঙ্গার দুবছর পর লোকসভা ভোটে বিজেপির ভরাডুবির পিছনে মোদির ব্যর্থতাকেই দায়ী করেছিলেন বাজপেয়ী। প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছিলেন, মোদি সঠিকভাবে রাজধর্ম পালন করতে পারেননি। এদিকে,বারাণসী কেন্দ্রে নরেন্দ্র মোদিকে হারাতে জেলে বন্দি বিধায়ক মুকতার আনসারির সঙ্গে হাত মেলাতে পারে আম আদমি পার্টি।গতবার এই কেন্দ্রে বিজেপি প্রার্থী মুরলী মনোহর যোশীকে বেশ বেগ দিয়েছিলেন কোয়ামি একতা দলের নেতা মুকতার। অংকের হিসাব বলছে মোদিকে বারাণসীতে হারাতে হলে মুকতারের সমর্থন অবশ্যই দরকার কেজরিওয়ালের। সেটা বুঝতে পেরে আপ প্রধান বললেন, কংগ্রেস-বিজেপিকে সরাতে হলে সব শক্তির সঙ্গে হাত মেলাতে হবে। তবে মুকতার আদৌ মোদিকে ছেড়ে কেজরিওয়ালকে সমর্থন করবেন কি না সেটাই দেখার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ