নীলফামারী প্রতিনিধি: স্বাভাবিক পরিবেশ বিপদগ্রস্থ্য করার জন্য বিভিন্ন মহল উস্কানি মুলক কথা বলছেন মন্তব্য করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, দেশে স্বাভাবিক ভাবে ট্রেন, বাস, অফিস আদালত চলছে, কাজ কর্ম কথা জীবনযাত্রা অতিবাহিত হচ্ছে কিন্তু দেশে বিদেশে ষড়যন্ত্র করা হচ্ছে রাজনীতির নামে নির্বাচনের নামে।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগ নীলফামারী জেলা শাখার বার্ষিক সম্মেলনে স্থানীয় শিল্পকলা অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
মন্ত্রী নুর বলেন, বিদেশে বসে অর্বাচীন একটি ছেলে(তারেক রহমান) মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আর ছেলের কথাগুলো অনুমোদন দিচ্ছেন তার মা বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া।
নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি দীপক চক্রবর্তির সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে নীলফাফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-৩ (জলঢাকা-কিশোরগঞ্জ) আসনের সাংসদ অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক কামরুল হাসান খোকন বক্তব্য রাখেন।
এদিকে সম্মেলন শেষে মন্ত্রী আসাদুজ্জামান নুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে ৭ কোটি সাড়ে ১১লাখ টাকা ব্যয়ে সাড়ে ১১কিলোমিটার নীলফামারী-ভবানীগঞ্জ সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করেন।