আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি গ্রামে বন্দুক ঠেকিয়ে ১০০ জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়া অনলাইন। সন্ত্রাসীদের তালেবান জঙ্গি বলে ধারণা করছেন দেশটির প্রশাসনিক কর্মকর্তারা। কারণ, যে গ্রাম থেকে লোকজন অপহরণ করা হয়েছে, সে গ্রামটি সরকারপন্থী বলে পরিচিত। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় তিনজন পাকিস্তানি সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, আফগানিস্তানের সীমান্তবর্তী ওরাকজাই এবং খাইবার আদিবাসী অধ্যুষিত গ্রাম থেকে ১০০ জনকে অপহরণ করে তালেবানরা। তবে ৪০ জনকে পরে ছেড়ে দেয়। বাকিরা এখনো তাদের জিম্মায় রয়েছেন। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া না হলেও আদিবাসী প্রবীণ নেতারা তালেবানদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।