মাদারীপুর : মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহব্বায়ক কমিটির যুগ্ন আহব্বায়ক ফিরোজ হোসেন খান সহস্রাধিক দলীয় নেতা-কর্মীদের নিয়ে আওয়ামীলীগে যোগদান করেছেন। রবিবার সকালে তার নিজ বাসভবনে এক বর্ণিল আয়োজনের মাধ্যমে জাতীয় সংসদের সাবেক হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি’র হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামীলীগের যোগদান করেন তিনি।
এ সময় তার সাথে শিবচর উপজেলা বিএনপি’র যুগ্ন আহব্বায়ক, সন্যাসীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ হাওলাদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, বর্তমান যুবদলের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জামাল বেপারীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী আওয়ামীলীগে যোগদান করেন।
উল্লেখ্য, বিএনপির রাজনীতির সাথে জড়িয়ে থাকা ফিরোজ হোসেন খান ১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে সাবেক মন্ত্রী মরহুম আবুল খায়ের চৌধুরীর হাত ধরে বিএনপি’র রাজনীতিতে প্রবেশ করেন। এরপর থেকে দুই দফায় শিবচর উপজেলার বিএনপি’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে উপজেলা বিএনপি’র যুগ্ন আহব্বায়ক ছিলেন তিনি।