রংপুর: রংপুরের গোপীনাথপুর গ্রামে ধানক্ষেত থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার দুপুর ১২টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। তিনি বলেন, ‘উদ্ধার করা যুবকের ডান কানের পাশে গুলির চিহ্ন রয়েছে। উদ্ধার হওয়া যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে পরিচয় জানার জন্য আশপাশের সব থানায় সংবাদ পাঠানো হয়েছে।’ রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) হুমায়ুন কবীর বলেন, ‘মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। তাকে কেউ হত্যা করে মৃতদেহ ফেলে রেখে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’ উদ্ধার হওয়া যুবকের পরনে রয়েছে জিন্সের প্যান্ট ও গেঞ্জি।