রোববার আনুমানিক রাত সাড়ে দশটার দিকে কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ছাত্রলীগ নেতা ইব্রাহিম আলী দীর্ঘদিন থেকে এলাকার ব্যবসায়ীদের নিকট চাঁদা আদায় করে আসছেন। রোববার রাতে এক হিন্দু পরিবারের কাছ থেকে তিনি ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এসময় আশেপাশের লোকজন জড়ো হয়ে গণপিটুনি দিলে মারাত্মকভাবে আহত হন। রাত দেড়টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনার পরপর ইব্রাহিম বাহিনীর ক্যাডাররা এলাকার কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।