ঢাকা: বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারসন বেগম খালেদা জিয়া ও তাদের ছেলে তারেক রহমান ও আরাফত রহমান কোকোকে নিয়ে আওয়ামী নেতা ও সরকারের মন্ত্রীরা যে সব উক্তি করছেন তাকে যৌন বিকৃতির লক্ষণ বলে মন্তব্য করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
মঙ্গলবার দুপুরে দলের নয়্পাল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘সরকারকে হটাতে বৃহত্তর রাজনৈতিক গণআন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নেয়া হচ্ছে।’
আগামীকাল বুধবার অনুষ্ঠিতব্য ঠাকুরগাও উপজেলা নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজর করা হয়।