চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের অগ্নিকান্ডে ৩টি পরিবারের সর্বস্ব পুড়ে ভস্মিভূত হয়েছে। অগ্নিকান্ডে প্রয়োজনীয় আসবাবপত্রসহ অন্তত ৬ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। আজ মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলার রাণীরবন্দরের নশরতপুর ইউনিয়নের বড়ভিটায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডে জহুরুল হক, নজরুল ইসলাম ও সফেত আলীর ৭টি ঘর পুড়ে যায়। এতে অন্তত ৫লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সফেত আলীর রান্নাঘর থেকে অগ্নিপাতের সৃষ্টি হয়। এ সময় বাড়ির লোকজন পাশের বাড়ির ঝগড়া শুনতে গিয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে সফেত আলীর পুত্র বাবু (৩০) ও একটি গাভী অগ্নিদগ্ধ হয়। সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।