নীলফামারী প্রতিনিধি: মুখে ক্যান্সার ও তামাক সেবন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক সেমিনার মঙ্গলবার নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের খুটামারা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী উন্নয়ন সংস্থা’র আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা।
প্রধান শিক্ষক আব্দুল খালেকের সভাপতিত্বে সেমিনারে নীলফামারী সিভিল সার্জন অফিসের উর্দ্ধতন স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল কাদের সোহেল, জাইকা প্রতিনিধি মিকা মাতসুনাগা, জলঢাকা উপজেলা স্বাস্থ্য পরিদর্শক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা ক্যান্সার থেকে দুরে থাকতে তামাক জাতীয় দ্রব্য পরিহারের আহবান জানান।