মঙ্গলবার রাজধানীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে কোতোয়ালি-বংশাল থানা ও ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬ ও ৩৭ ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, এরা ইসলাম, গণতন্ত্র, মানবতা ও মুক্তিযুদ্ধের শত্রু। এদের এ দেশে থাকার কোনো অধিকার নেই।মন্ত্রী বলেন, বিভিন্ন সময় খালেদা জিয়ার বক্তব্যকে ভেবেছিলাম পাগলামি। কিন্তু এটা পাগলামি নয়, রাজনৈতিক শয়তানি। খালেদা জিয়ার কথা মিথ্যা। তার কোনো রাজনীতি নেই। আছে মিথ্যা আর ষড়যন্ত্র।খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপি রাজনৈতিক প্রতিপক্ষ নয়। আমাদের শত্রু। কারণ ৭১ সালে রাজাকার আমাদের শত্রু ছিল। তিনি বলেন, বিএনপি দল গোছায়ে আন্দোলনের কথা বলেছে। তারা দল গোছাতেও পারবে না। আন্দোলন করতেও পারবে না। আর আগাম নির্বাচনও আদায় করতে পারবে না। ৫ বছরের আগে কোনো নির্বাচন নয়। ২০১৯ সালেই নির্বাচন হবে। ওই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়, বরং সংবিধান অনুয়ায়ী শেখ হাসিনার অধীনেই হবে বলেও মন্তব্য করেন তিনি।কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান পর্বতের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাবেক সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।