বদরগঞ্জ(রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে নানার বাড়ি বেড়াতে এসে দেয়াল চাপা পড়ে সাব্বির হোসেন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে পৌরশহরের জামুবাড়ী পকিহানায়। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সাব্বিরের বাবার নাম আব্দুল মমিন। তার বাড়ি রংপুর জেলার কাউনিয়া উপজেলার চৌধুরী গ্রামে।
এলাকাবাসীর সুত্রে জানা যায়, গত এক সপ্তাহ আগে সাব্বির হোসেন বদরগঞ্জ পৌরশহরের পকিহানা গ্রামে নানা নুরু মিয়ার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন মঙ্গলবার দুপুরে শিশুটি পার্শ্ববতী নজরুল ইসলাম বাড়ির ভেতরে দেয়ালের কাছে বসে খেলছিল। ওই সময় নজরুল ইসলাম তার বাড়ির বাইরে থেকে পুরনো মাটির দেয়াল ভেঙে ফেলার কাজ করছিলেন। এসময় দেয়ালের একটি অংশ ভেঙ্গে শিশু সাব্বিরের গায়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। নজরুল ইসলাম বলেন, আমার জানা ছিল না শিশুটি আমার বাড়ির ভেতরে দেয়ালের কাছে বসে খেলছিল। অসাবধানবশত এ দুর্ঘটনা ঘটে।
বদরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, শিশুটির অভিভাবক মামলা করলে ময়না তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।