হিলি প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে মঙ্গলবার একুশে টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠা বাষিকী উদ্যাপিত হয়। চ্যানেলটির হাকিমপুর উপজেলা প্রতিনিধি সালাউদ্দিন বকুলের উদ্যোগে হাকিমপুর প্রেস কাবের সভাপতি গোলাম মোস্তাফিজুর রহমান মিলনের সভাপতিত্বে হাকিমপুর উপজেলা শিল্পকলা একাডেমি কার্যালয়ে এ উপলে কেক কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান, ইউএনও আজাহারুল ইসলাম, আ.লীগ নেতা জামিল হোসেন চলন্ত, হারুন-উর-রশিদ হারুন, ইউপি চেয়ারম্যান সাহাদত হোসেন সাদো ও শাহ্ আলম প্রমুখ। এছাড়াও হাকিমপুর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলি প্ররিদর্শন করে।