• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ খানসামায় আটক ৫ জুয়াড়ির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

গ্রাহকের ৯৭০ কোটি টাকা আত্মসাৎ করলো ২১ প্রতিষ্ঠান

TIBসিসি ডেস্ক: ৯ লাখ গ্রাহকের ৯৭০ কোটি টাকা আত্মসাৎ করেছে ২১টি বহুমুখী সমবায় সমিতি ও ঋণদান প্রতিষ্ঠান। এছাড়া ডেসটিনি মাল্টিপারপাস গ্রাহকের ১ হাজার ১১৪ কোটি টাকা নিজেদের একাউন্টে সরিয়ে ফেলেছে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি) এ প্রতিবেদন প্রকাশ করে। ২০১৩ সালের ১০ই মার্চ থেকে ২০১৪ সালের ২৫শে মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়। প্রতিবেদনে বলা হয়, সমবায় সমিতি ও ঋণদান প্রতিষ্ঠানগুলোর মধ্যে শতকরা ৪৭ ভাগই অকার্যকর হয়ে গেছে। এরমধ্যে ২১টি বহুমুখী সমবায় সমিতি ও ঋণদান প্রতিষ্ঠান ৯ লাখ গ্রাহকের ৯৭০ কোটি টাকা আত্মসাৎ করেছে। সমবায় সমিতির অনিয়মের পাশাপাশি ডেসটিনি মাল্টিপারপাসের দুর্নীতির চিত্র তুলে ধরা হয়। এই প্রতিষ্ঠানটিও গ্রাহকের এক হাজার ১১৪ কোটি টাকা নিজেদের একাউন্টে সরিয়ে ফেলেছে। এছাড়া শুধু ঢাকা জেলার রেজিস্ট্রেশন নিয়ে সারা দেশে তাদের কার্যক্রম পরিচালনা করেছে। যার মধ্যে ৮ লাখই ভুয়া সদস্য। সমবায় সমিতি ও ডেসটিনির অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে টিআইবি। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য সুলতানা কামাল, মোহাম্মদ হোসেন, সুমাইয়া খায়ের উপস্থিত ছিলেন।
উৎসঃ   মানবজমিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ