নীলফামারী প্রতিনিধি: আইএপিপি প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমার উপজেলার ৯ জন মৎস্য চাষীর মাঝে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ও উপকরন বিতরন করা হয়েছে। আজ বুধবার বিকালে ডোমার উপজেলা পরিষদ চত্বরে ২৪ হাজার পোনা ও ১৮০০ কেজি মৎস্য খাদ্য এবং উপকরন বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডোমার উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তা আলতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈয়ুবুর রহমান, সাংবাদিক রওশন রশীদ প্রমুখ।