নীলফামারী প্রতিনিধি: মানুষকে পত্রিকা দেওয়ায় যার ছিল একমাত্র পেশা সেই আজ খবর হতে চলেছে। ডোমার উপজেলার চিকনমাটি কাচারী পাড়া গ্রামের দিনমজুর নুরুল হকের একমাত্র ছেলে আনজারুল হক একজন পত্রিকা বিক্রেতা। দীর্ঘ ৫ বছর যাবত দুরারোগ্য লিভার ইনফেকশন হেপাটাইসিস বি রোগে আক্রান্ত হয়ে বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অভাবের সংসারে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেনা তার পরিবার। প্রথমে রংপুর মেডিকেল কলেজের গ্যাস্ট্রো এন্টালোজী ও মেডিসিন বিশেষজ্ঞ লিভার বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ মাহাবুব হোসেন এর চিকিৎসা চালায়। পরে দিনাজপুর জেলার পার্বতীপুরের ল্যাম্প হাসপাতাল পরীক্ষার জন্য যায়, অবস্থার উন্নতি না হওয়ায়, শেষে চিকিৎসার জন্য ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লিভার ও প্যানক্রিয়াস রোগে বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ মাহমুদ হাসান এর তত্ববধানে চিকিৎসাধীন রয়েছে। ডাঃ মাহমুদ জানান, তাকে প্রতি সপ্তাহে ১ টি করে মোট ২৪ টি ইনজেকশন দিতে হবে যাহার ১টির মূল্য ১০ হাজার টাকা এবং তারাতাড়ি আনজারুলকে ভারতের ভ্যালরে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হবে। এদিকে তার ভিসা পার্সপোর্ট সম্পন্ন হয়েছে শুধু মাত্র টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেনা। তাকে সুস্থ্য করে তুলতে অনেক টাকার প্রয়োজন। তাই দেশের বিত্তবানদের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা-জনতা ব্যাংক ডোমার শাখা-চলতি হিসাব নং-২৬৬৩। বিকাশ ব্যক্তিগত মোবাইল নং-০১৭৩৭-৪২৫৫৯১।