ঝিনাইদহ: প্রেমিকার বিয়ের ঘটকালি করায় প্রেমিক ক্ষিপ্ত হয়ে মাসুদ হোসেন নামের এক মসজিদের ইমামের মুখে লোমনাশক ঢেলে ঝলসে দিয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহের কোরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও আহত মাসুদ হোসেনের পরিবার জানান, সদর উপজেলার কুরাপাড় গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মাসুদ হোসেন উত্তর কোরাপাড়া গ্রামের মসজিদে ইমামতি করেন। গত তিনদিন আগে তিনি ঘটক হিসেবে থেকে গ্রামের এক মেয়েকে বিয়ে দিয়েছেন। এতে ওই মেয়ের প্রেমিক একই গ্রামের বাদল মিস্ত্রির ছেলে শামিম আহাম্মেদ ঘটক ইমাম সাহেবের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। বুধবার দুপুর আড়াইটার দিকে মসজিদ থেকে বাড়ী ফেরার সময়। বখাটে শামিম মসজিদের ইমাম মাসুদ হোসেনের উপর হামলা চালায়।
জোরপূর্বক তার মুখে লোম নাশক লোশন ঢেলে দেয়। এত ইমাম মাসুদ হোসেনের মুখের এক অংশ ঝলসে যায়। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তী করা হয়েছে। প্রথমে সবাই এসিড মনে করলেও হাসপাতালের ডাক্তার বলেছেন এসিড নয় লোম নাশক লোশন।
ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধরী জানান, বখাটে শামিম আহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।