প্রযুক্তি ডেস্ক: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ৩দিন ব্যাপী নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়। মেলাটির আয়োজক ছিলো ইউএসএআইডি। মেলাটি পরিদর্শনে এসেছিলেন আমেরিকান রাষ্ট্রদূত ডন. ডাব্লিউ মোজিনা। তিনি মেলা পরিদর্শন শেষে স্টল আয়োজক সিজিআইএআর (কনসালটিভ গ্র“প অব ইন্টারন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ) এবং সিএসআইএসএ-বিডি’র সাথে সাাৎ করেন। তিনি খড় কাটার মেশিন দেখেন এবং কথা বলেন এ মেশিন ব্যবহারকারী লাইলী বেগম ও প্রস্তুতকারক মডার্ণ ইঞ্জিয়ারিং এর পরিচালক জাবেদ আলী সঙ্গে। লাইলী বেগম আমেরিকান দূত ডন ডব্লিউ মোজিনাকে বলেন, এ মেশিন হতে প্রতিদিন আয় হয় ৩’শ থেকে সাড়ে ৩’শ টাকা। আমার স্বামী সংসারের সম্পূর্ন খরচ বহন করতে পারে না। আমি এ মেশিনের সহায়তা সংসাওে অর্থ যোগান দিচ্ছি। ফলে এখন আমরা সুন্দর ভাবে জীবন-যাপন করছি। প্রতিদিন ১০-১৫টি কৃষক খড় কাটতে আসে। তারপর মোজিনা কথা বলেন মেশিন প্রস্তুককারক নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মডার্ণ ইঞ্জিয়ারিং এর পরিচালক জাবেদ আলীর সঙ্গে। তিনি জানান, আমি এই পর্যন্ত ৫০০ মেশিন সারাদেশে বিক্রি করেছি। তিনি জানান, ইরি’র কাজে এটি আরও ভাল এবং এ মেশিনটি ১০ মিনিটে ১’শ কেজি খড় কাটতে পারবে। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড সাউথ এসিয়ান ডাইরেক্টর ড. ক্রেইগ মেইসনার, সিআইএমএমওয়াইটি রংপুর হাব ম্যানেজার মিঃ আনারুল হক এবং ভাইস কাউন্সিলর অব বুরে্যা।