লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বুধবার বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বুধবার রাত সাড়ে ৮টায় স্থানীয় শিল্পকলা ভবনে ২৩শে এপ্রিল তিস্তা অভিমুখে লংমার্চ উপলক্ষে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার বিএনপি নেতা-কর্মীদের নিয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বর্ধিত সভা মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু । অন্যান্যদের মধ্যে উপস্থিত সাবেক সাংসদ সদস্য জয়নাল আবেদিন সরকার, ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবল, পাটগ্রাম পৌর বিএনপি’র সভাপতি-সম্পাদক, পাটগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি-সম্পাদক,হাতীবান্ধা উপজেলা বিএনপি’র সম্পাদক ও বিভিন্ন জেলা-উপজেলার নেতাকর্মীরা।
রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু তার বক্তবে বলেন, এই সরকার অবৈধ। তারা ভারতকে তোষামত করে ক্ষমতায় থাকতে চায়। আমরা স্বাভাবিকভাবে কোন কর্মকান্ড করতে পারি না। এই লংমার্চ শুরু হবে অন্দোলন দিয়ে আর শেষ হবে হাসিনার পতন দিয়ে। পরিশেষে তিনি বলেন, এই লংমার্চ সফল করতে আমাদের এই বর্ধিত সভা।