ঢাকা : রাজনৈতিক কারণেই ইলিয়াস আলীকে গুম করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। তিনি বলেন, ইলিয়াস নিখোঁজ হওয়ার পর শুধু আশ্বাসই পেয়েছি। প্রধানমন্ত্রীও আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তাকে ফিরে পাওয়া যায়নি। তবুও আশায় পথ চেয়ে আছি। বনানীর সিলেট হাউজে নিজ বাসভবনে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন রুশদী। ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ অপহৃত হন ইলিয়াস আলী। আজ তার নিখোঁজ হওয়ার দুই বছর পূর্ণ হলো। লুনা বলেন, ‘তিনি (ইলিয়াস) ফিরে আসবেন, সেই আশায় এখানো পথ চেয়ে আছি।
কিন্তু কষ্ট হচ্ছে, রাষ্ট্রের কাছে যদি সহযোগিতা না পাওয়া যায়, তবে কার কাছে যাবো। গত দেড় বছর ধরে প্রশাসনের পক্ষ থেকে আমার পরিবারের সঙ্গে কোন যোগাযোগ করা হয়নি। উদ্ধারের অগ্রগতি সম্পর্কেও কিছু জানানো হয়নি।’তাহসিনা রুশদীর লুনার সঙ্গে এ সময় তার বড় ছেলে অর্নব আবরার ইলিয়াসও উপস্থিত ছিলেন। পরে দুপুর সোয়া ২টার সময়ে নিখোঁজ ইলিয়াস আলীর বাসভবনে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি ইলিয়াসের স্ত্রী-সন্তানকে স্বান্তনা দেন এবং ধৈর্য্য ধরতে করতে বলেন।