আন্তর্জাতিক ডেস্ক: তাদের প্রেম এগিয়ে চলেছে দুর্বার গতিতে। বিশ্বের সবচেয়ে লম্বা তরুণীটি প্রেম করছেন এক বেঁটে ছেলের সঙ্গে। এতেই নাকি প্রেমের মজা বেশি! ব্রাজিলের সালিনোপোলিসের ১৭ বছর বয়সী ইলিসানি ডি ক্রুজ সিলভা এখন বিশ্বের সবচেয়ে লম্বা তরুণী। পিটুইটারি গ্রন্থিজনিত কিছু সমস্যার কারণেই ইলিসানি পেয়েছেন এই অস্বাভাবিক উচ্চতা। বর্তমানে ইলিসানির উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি।
মজার বিষয় হচ্ছে, বিশ্বের সবচেয়ে লম্বা তরুণী প্রেম করছেন তার নিজের অঞ্চলে বসবাসকারী এক বেঁটে যুবকের সঙ্গে। নাম ফ্রান্সিনাল্ড ডি সিলভা কার্ভালহ। উচ্চতা ৪ ফুট ৪ ইঞ্চি। ফ্রান্সিনাল্ডের উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা কমই বলা যায়। এই জুটির প্রেম এখন দুর্বার গতিতে এগিয়ে চলেছেন। দৈহিক উচ্চতা তাদের মধ্যে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। অবশ্য বিশ্বের সবচেয়ে লম্বা তরুণীর মন পেতে ২২ বছরের ফ্রান্সিনাল্ডকে নাকি কম বেগ পেতে হয়নি। এই প্রেমিক-প্রেমিকা জানিয়েছেন, তারা একদিন সুখী সংসারের স্বপ্ন দেখেন।