বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দাউদপুর সিমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানের বাংলাদেশের ৪০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুর রশিদ এবং বিএসএফ এর ৯৬ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী রাজেন সুদ উপস্থিত ছিলেন।
৪০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুর রশিদ জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্তে মাদক এবং কাটাতারের বেড়া সংরন ও জিরো পয়েন্টে রাতে লোক চলাচলের উপর নজরদারি বাড়াতে ও চোরাচালান প্রতিরোধ বিজিবি-বিএসএফ সহযোগিতা চেয়ে দুদেশের মধ্যে সু সম্পক্য বিদ্যমান রাখতে পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে।