বিনোদন ডেস্ক: বলিউডের তারকা অভিনেত্রী শিল্পা শেঠি এখন পুুরাদস্তুর সোনার দোকানদার। স্বামী রাজকুন্দ্রাকে নিয়ে মুম্বাইয়ে সোনার পশরা সাজিয়ে বসেছেন তিনি। দোকানের উদ্বোধনীও শেষ হয়েছে। দোকানের নাম সত্যযুগ গোল্ড স্টোর।
অভিনয়ের পাশাপাশি ৩০ বছর বয়সী শিল্পা একজন নারী উদ্যোক্তা হিসেবেও স্বীকৃত। বিশাল বাজেট দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কেনার রেকর্ড রয়েছে তার।
দোকান উদ্বোধনের অনুষ্ঠানে শিল্পা বলেন, সবাই সোনা কিনতে চান। এতে জীবনে সুখ-সমৃদ্ধি আসে। এ ব্যবসা আমার জন্য খুবই মানানসই। কারণ আমি গ্রাহকের চাহিদা ঠিকঠাক মতো মেটাতে পারব বলে বিশ্বাস করি।
তিনি আরো জানান, খুব শিগগিরই দিল্লি, জয়পুর, আহমেদাবাদ, পুনে, চন্ডীগড় এবং লুধিয়ানায়ও শোরুম করতে যাচ্ছেন তারা।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।