সিসি নিউজ: ইউক্রেন থেকে যেসব নারীরা রাশিয়ায় পাড়ি জমিয়েছেন বা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অদ্ভূত প্রস্তাব দিয়েছে এক রুশ ওয়েবসাইড।
জার্নাল সোস্যাল মিডিয়া নামের ওই সাইটিতে বলা হয়েছে, ইউক্রেনের যেসব মেয়েরা রাশিয়ায় থাকার জন্য জায়গা খুঁজছেন তারা চাইলে রুশ পুরুষদের ঘরে থাকতে পারবে। বিনিময়ে তাদেরকে গৃহকর্তার জন্য ইউক্রেনের ঐতিহ্যবাহী সব্জি স্যুপ বানিয়ে খাওয়াতে হবে। সেই সঙ্গে ঘরের যাবতীয় কাজ করতে হবে।
ঘরের কাজ করতে না চাইলে বাড়িওয়ালাকে নগদ অর্থ দিতে হবে। কোনো নারী যদি ঘরকন্নার কাজ বা স্যুপ তৈরি করতে না পারেন কিংবা বাড়ি ভাড়া দেয়ার টাকা না থাকে তাহলে? তারও ব্যবস্থা আছে। দিলদরিয়া রুশ পুরুষরা তাদেরকেও থাকার জায়গা দেবে। তাদেরকে কেবল রুশ পুরুষদের সঙ্গে মুফতে সেক্স করতে হবে!
ওয়েবসাইটটিতে দাবি করা হয়েছে, ইতিমধ্যে এক ডজনেরও বেশি ইউক্রেনীয় নারী তাদের এ প্রস্তাবে রাজি হয়েছেন।