সিসি নিউজ: নীলফামারী জেলার সৈয়দপুর থানার উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা বুধবার রাতে স্থানীয় রেলওয়ে পুলিশ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় সৈয়দপুর শহরের ব্যবসায়ী, সাংবাদিক ও সুধী সমাজ উপস্থিত ছিলেন।
সভায় সৈয়দপুর শহর মাদক মুক্ত, সাম্প্রতিক রোস্তম এন্ড সন্সে চুরি, বিকাশের টাকা ছিনতাই ও খুন, মটরসাইকেল চুরি, যানযট নিরসন, ঢাকা কোচ যাত্রীদের হয়রানী নিরসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সমাধানে দিক নির্দেশনা দেয়া হয়। আলোচনায় অংশ নেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, এএসপি (সার্কেল) সাজেদুর রহমান, পৌর প্যানেল মেয়র জিয়াউল হক জিয়া, আ’লীগ নেতা মোজাম্মেল হক, শ্রমিকলীগ নেতা মোখছেদুল মোমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদার রহমান, তারাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোজাহেদুল ইসলাম জাহিদ, লায়ন নজরুল ইসলাম, বনিক সমিতির সভাপতি ইদ্রিশ আলী, চেম্বার অব কমার্স-এর সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ, ব্যবসায়ী মোস্তফা কামাল, সাংবাদিক সাকির হোসেন বাদল প্রমুখ।
আলোচনা সভায় শহরে আইনশৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় এটিএসআই মোস্তাক আহমেদকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেয়া হয়। আ’লীগ নেতা মোজাম্মেল হক ব্যক্তিগত উদ্যোগে ওই পুরস্কারের অর্থ প্রদান করেন।