সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে দীনা রানী (২০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের তেলীপাড়ায়।
জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ওই গ্রামের জগদীশ চন্দ্রের স্ত্রী দীনা রানী দুপুরে নিজের শোয়ার ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। তবে পারিবারিক কলহের কথা অস্বীকার করে পরিবারের লোকজন জানিয়েছে দীনা মানসিক রোগী ছিল।
এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সহিদার রহমান জানান, দীনা রানী মানসিক রোগী ছিল বলে দীনার বাবা-মা নিশ্চিত করেছেন।