নীলফামারী প্রতিনিধি: সাদেকুল ইসলামকে সভাপতি ও সাদেক আনোয়ারকে সাধারন সম্পাদক মনোনিত করে বাংলাদেশ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (টিএফপিএ) সমিতির রংপুর বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার দুপুরে নীলফামারী শহরের একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে সমিতির রংপুর বিভাগের সভাপতি রোকনুজ্জামানের সভাপতিত্বে সাধারণ সভায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক ডা. একে এম জাহিদ হোসেন লস্কর। টিএফপিএ নীলফামারী সমিতির সাধারণ সম্পাদক সাদেক আনোয়ারের সঞ্চালনায় সভায় সমিতির কেন্দ্রীয় সভাপতি মহিতোষ মজুমদার, সহ-সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক এহতেশামুল ফারুকী ও সাংগঠনিক সম্পাদক হায়দার আলীসহ রংপুর বিভাগের আট জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভা শেষে সাদেকুল ইসলামকে সভাপতি এবং সাদেক আনোয়ারকে সাধারন সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট টিএফপিএ রংপুর বিভাগীয় কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে বলে জানান সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।