আন্তর্জাতিক ডেস্ক: মদ-জুয়ার আসরের প্রতিবাদ করায় বিবস্ত্র করে মারধর করা হয় অন্তঃসত্ত্বা এক নারীকে। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের ঘটনা এটি। মাইক বাজিয়ে মদ-জুয়ার আসর বসানো হয়েছিলো বর্ধমানের কালনার গ্রামে।ওই ঘটনার প্রতিবাদ করায় অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামীকে মারেধর করে দুষ্কৃতীকারীরা। অন্তঃসত্ত্বা ওই নারীর স্বামীর অভিযোগ, মাইক বাজিয়ে গ্রামে অবাধে চলছিল মদ ও জুয়ার আসর। প্রতিবাদ করায় তাকে মারধর করে দুষ্কৃতীরা। স্বামীকে বাঁচাতে গেলে তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকেও বিবস্ত্র করে মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় আট জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।